নরসিংদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2016/04/11/photo-1460329492.jpg)
নরসিংদীতে আয়োজিত হয়েছে বিনামূল্যে চিকিৎসাসেবা কার্যক্রম।
বরেণ্য চিকিৎসক ডা. মো. নূরুজ্জামান খোকনের প্রথম মৃত্যুবার্ষিকীতে নরসিংদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প আয়োজিত হয়েছে। গতকাল রোববার সকাল ১০টা থেকে শহরের শান্তিভাওলায় এই প্রয়াত চিকিৎসকের নিজ বাড়িতে এ ক্যাম্পের আয়োজন করা হয়।
মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন প্রধান অতিথি নরসিংদী পৌরসভার মেয়র মো. কামরুজ্জামান কামরুল। ডা. মো. নূরুজ্জামান খোকনের বড় ভাই ডা. আসাদুজ্জামানের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন নরসিংদী সদর হাসপাতালের আরএমও ডা. শামীম আহমেদ, ডা. মো. নূরুজ্জামান খোকনের সহধর্মিণী ডা. আইনুন নাহার, মাহবুবুর রহমানসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা।
এই মেডিকেল ক্যাম্পে ৬০ জন বিশেষজ্ঞ চিকিৎসক প্রায় সাত হাজার রোগীকে চিকিৎসাসেবা দিয়েছেন।