শিক্ষক-কর্মচারীদের বেতন, বৈশাখী ভাতা চুরি

যশোর সরকারি এমএম কলেজের নগদ বিভাগের সিন্দুক থেকে দুই লক্ষাধিক টাকা ও মূল্যবান কিছু কাগজপত্র চুরি হয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের পুলিশ কলেজের নৈশপ্রহরি জাহাঙ্গীর আলমকে আটক করে থানায় নিয়ে গেছে।
কলেজের অধ্যক্ষ মিজানুর রহমান জানান, গতকাল রোববার দিবাগত রাত ১২টার পর কোনো এক সময়ে চোরেরা কলেজের আবদুল হাই কলাভবনের প্রশাসনিক কর্মকর্তাদের কক্ষের পেছনের জানালার গ্রিল ভেঙে ভেতরে ঢুকে। এরপর তারা আরো তিনটি দরজা ভেঙে ক্যাশ সেকশনের গ্রিলের তালা ভেঙে ভেতরে ঢুকে সিন্দুকের তালা ভাঙে। পরে সিন্দুক থেকে দুই লক্ষাধিক টাকা ও কিছু কাগজপত্র নিয়ে যায়।
অধ্যক্ষ জানান, সিন্দুকে শিক্ষক-কর্মচারীদের বেতন, বৈশাখীভাতা ও এইচএসসি পরীক্ষার কক্ষ পরিদর্শকদের টাকা ছিল। তবে ঠিক কত টাকা ছিল তা তিনি জানাতে পারেননি।
এদিকে কলেজে চুরির খবর পেয়ে যশোরের পুলিশ সুপার আনিসুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় তিনি বলেন, সিআইডি, পিবিআই এবং কোতোয়ালি থানার পুলিশ ঘটনার বিষয়ে তদন্ত করছে। এ ঘটনায় জড়িতদের খুব শিগগিরই শনাক্ত করে আইনের আওতায় আনা সম্ভব হবে বলে তিনি আশা প্রকাশ করেন।