মেয়ের সঙ্গে পরিচয় করিয়ে দিলেন টিউলিপ

স্বামী ক্রিস পার্সি, মেয়ে আজালিয়া জয় পার্সির সঙ্গে টিউলিপ সিদ্দিকী। ছবি : ফেসবুক
সদ্যজাত মেয়ের সঙ্গে ভক্ত ও অনুসারীদের পরিচয় করিয়ে দিলেন বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ পার্লামেন্ট সদস্য টিউলিপ সিদ্দিক। আজ সোমবার বাংলাদেশ সময় দুপুর ২টার দিকে নিজের ফেসবুক পেজে স্বামী ও মেয়েসহ ছবি প্রকাশ করেন তিনি।
মেয়ে হওয়ার খবরে যাঁরা তাঁদের শুভকামনা জানিয়েছেন, তাঁদের ধন্যবাদ জানান টিউলিপ। মেয়ের নাম রাখা হয়েছে আজালিয়া জয় পার্সি।
এর আগে গত ৯ এপ্রিল এক টুইট বার্তায় সন্তানের আগমনের কথা জানান টিউলিপ। লন্ডনের রয়্যাল ফ্রি এনএইচএস হাসপাতালে মেয়ের মা হন তিনি।
টিউলিপ সিদ্দিকী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাতনি। বঙ্গবন্ধুর ছোট মেয়ে শেখ রেহানার মেয়ে তিনি।
গত মে মাসে অনুষ্ঠিত যুক্তরাজ্য পার্লামেন্ট নির্বাচনে লেবার পার্টি থেকে নিউ হ্যাম্পস্টেড অ্যান্ড কিলবার্ন আসনে জয়ী হন টিউলিপ। তাঁর স্বামী ব্রিটিশ নাগরিক ক্রিস পার্সি।