আচরবিধি লঙ্ঘন করায় চেয়ারম্যান পদপ্রার্থীসহ ৫ জনকে জরিমানা
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2016/04/12/photo-1460475020.jpg)
ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে আচরণবিধি ভঙ্গের দায়ে সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় চেয়ারম্যান পদপ্রার্থীসহ পাঁচজনকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল সোমবার বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাইফুল হাসান এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাইফুল হাসান জানান, আচরণবিধি ভঙ্গের দায়ে ভাঙ্গাবাড়ী ইউনিয়ন পরিষদে আওয়ামী লীগের চেয়ারম্যান পদপ্রার্থী গাজী ফজলুল হক ভাসানীকে ৫০০ টাকা এবং জামায়াত সমর্থিত স্বতন্ত্র প্রার্থী রাকিবুল ইসলামের পক্ষে মোটরসাইকেল শোভাযাত্রা করায় তাঁর সমর্থক রাসেল আহম্মেদ, মাসুদ রানা ও গোলাম কিবরিয়াকে এক হাজার ৩০০ টাকা জরিমানা করা হয়েছে। এ ছাড়া রাজাপুর ইউনিয়নে দেয়ালে পোস্টার লাগানোর দায়ে সংরক্ষিত মহিলা সদস্য পদপ্রার্থী মর্জিনা খাতুনকে ৫০০ টাকা জরিমানা করা হয়।
তৃতীয় দফায় বেলকুচি উপজেলার ছয়টি ইউনিয়নে আগামী ২৩ এপ্রিল নির্বাচন অনুষ্ঠিত হবে।