ব্রাহ্মণবাড়িয়ায় দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2016/04/13/photo-1460484620.jpg)
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলায় দুই পক্ষের সংঘর্ষে শহীদুল্লাহ নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। সংঘর্ষে আহত হয়েছেন আরো চারজন।
গতকাল মঙ্গলবার বিকেলে উপজেলার প্রত্যন্ত চাতলপাড় গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বিকেলে বাড়ির সীমানা নিয়ে চাতলপাড় গ্রামের শহীদুল্লাহ ও তাঁর ভাতিজার মধ্যে কথাকাটাকাটি হয়। এর একপর্যায়ে দুই পক্ষের লোকজন দেশি অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় প্রতিপক্ষের ইটের আঘাতে শহীদুল্লাহর মাথা ফেটে যায়। এতে অতিরিক্ত রক্তক্ষরণ হওয়ায় ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। খবর পেয়ে চাতলপাড় পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে গিয়ে কয়েকটি রাবার বুলেট ও কাঁদানে গ্যাস ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল কাদের জানান, শহীদুল্লাহর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়। এ ছাড়া আবারও সংঘর্ষ এড়াতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।