ফেসবুকে প্রধানমন্ত্রীর ব্যাঙ্গাত্মক ছবি, মেয়রপুত্রের বিরুদ্ধে মামলা

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যাঙ্গাত্মক ছবি প্রকাশ করার অভিযোগে সিরাজগঞ্জের শাহজাদপুর পৌরসভার মেয়র ও বিএনপি নেতা নজরুল ইসলামের ছেলে সজীব ইসলামের বিরুদ্ধে মামলা করা হয়েছে।
আজ মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে শাহজাদপুর থানার উপপরিদর্শক (এসআই) আবদুস সালাম বাদী হয়ে মামলাটি দায়ের করেন।
এসআই আব্দুস সালাম এনটিভি অনলাইনকে বলেন, ‘সজীব ইসলাম তাঁর নিজের ফেসবুকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যাঙ্গাত্মক ছবি প্রকাশ করেন। বিষয়টি স্থানীয় আওয়ামী লীগ-যুবলীগ ও ছাত্রলীগ নেতা-কর্মীদের নজরে এলে তাঁরা থানায় অভিযোগ করেন। পরে শাহজাদপুর থানা পুলিশ মামলা করে।
শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাবুদ্দিন খলিফা এনটিভি অনলাইনকে বলেন, এ ঘটনায় জড়িত ব্যক্তিকে গ্রেপ্তারে পুলিশি অভিযান চলছে।