তনু হত্যার বিচারের ব্যাপারে সরকার কঠোর : সেতুমন্ত্রী

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, কলেজছাত্রী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনু হত্যার বিচার হতেই হবে। এ ব্যাপারে সরকারের অবস্থান কঠোর।
আজ বুধবার দুপুরে কুমিল্লার পদুয়ার বাজার রেলওয়ে ওভারপাস নির্মাণকাজ পরিদর্শন শেষে ওবায়দুল কাদের সাংবাদিকদের এসব কথা বলেন।
পদুয়ার বাজার রেলওয়ে ওভারপাসের কাজ দুই লেনের একাংশ শেষ হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
ওবায়দুল কাদের বলেন, ‘এ হত্যাকাণ্ডের বিচার হতেই হবে। এটা প্রধানমন্ত্রীর অঙ্গীকার। প্রধানমন্ত্রী এ ব্যাপারে অত্যন্ত কঠোর। যারাই জড়িত থাকুক এ হত্যাকাণ্ডের বিচার হতেই হবে।’
আওয়ামী লীগের কাউন্সিল প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, ‘আওয়ামী লীগের জাতীয় কাউন্সিলে সময়ের চাহিদার সঙ্গে সঙ্গতি রেখে ইতিবাচক পরিবর্তন আসবে।’
এ সময় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কাজ শেষ হয়ে গেছে বলে সাংবাদিকদের জানানো হয়। চূড়ান্ত কাজ যদি দ্রুত শেষ করা যায় তাহলে আগামী জুন মাসের মধ্যে প্রধানমন্ত্রী মহাসড়কটি উদ্বোধন করবেন।