মুক্তিপণের দাবিতে ছয় জেলেকে অপহরণ

মুক্তিপণের দাবিতে ছয় জেলেকে অপহরণ করেছে বনদস্যু সাগর বাহিনী। অপহৃত জেলেদের বাড়ি মংলার চিলা ইউনিয়নের জয়মনির ঘোল গ্রামে।
আজ বৃহস্পতিবার ভোরে পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের জোংড়া ক্যাম্পসংলগ্ন কাটাখালী এলাকায় এ অপহরণের ঘটনা ঘটে।
জেলে ও মহাজন সূত্রে জানা যায়, বৃহস্পতিবার ভোরে বনের কাটাখালী এলাকায় মাছ ধরছিল জেলেরা। এ সময় বনদস্যু সাগর বাহিনী জেলেদের ওপর হামলা চালায়। পরে তারা ছয় জেলেকে অপহরণ করে নিয়ে যায় এবং জনপ্রতি ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবি করে।
অপহরণের বিষয়ে পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জ কর্মকর্তা মো. বেলায়েত হোসেন বলেন, তিনি লোকজনের মাধ্যমে বিষয়টি শুনেছেন। এ বিষয়ে খোঁজখবর নিয়ে ব্যবস্থা গ্রহণ করা হবে।
এর আগে গত রোববার সুন্দরবনের শ্যালা নদী থেকে পাঁচ জেলেকে অপহরণ করে নিয়ে যায় বনদস্যু সাগর বাহিনী।