পুলিশ কর্মকর্তার স্ত্রী ও গৃহকর্মীর লাশ উদ্ধার

রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে সাবেক এক পুলিশ কর্মকর্তার স্ত্রী ও গৃহকর্মীর লাশ উদ্ধার করেছে পুলিশ। ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা দুজনকে জবাই করে হত্যা করেছে। তাঁরা হলেন সাবেক অতিরিক্ত পুলিশ সুপার আবদুল কুদ্দুসের স্ত্রী ষাটোর্ধ্ব রওশন আরা ও বাসার গৃহকর্মী কিশোরী কল্পনা।
পুলিশ জানিয়েছে, আজ মঙ্গলবার রাতে ৫৬ নম্বর উত্তর যাত্রাবাড়ীর কলাপট্টির কাছে রওশন আরার তিনতলা বাসার দোতলা থেকে লাশগুলো উদ্ধার করা হয়। রওশন আরার তিন ছেলে ও দুই মেয়ের সবাই বিদেশে থাকেন। সাবেক পুলিশ কর্মকর্তা আবদুল কুদ্দুস ১৯৯৬ সালে মারা যান। রওশন আরা গৃহকর্মীদের নিয়ে ওই বাসার দোতলায় থাকতেন।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ওয়ারী শাখার উপকমিশনার রাতে এনটিভি অনলাইনকে জানান, রওশন আরার লাশটি একটি কক্ষের বিছানার ওপর ও গৃহকর্মীর লাশটি অন্য একটি কক্ষের সোফার ওপর পড়ে ছিল। নিহত কল্পনার মা লাকী আক্তার এ ঘটনায় সময় বাইরে ছিলেন। তিনি সন্ধ্যার পর বাসায় ফিরে গৃহকর্ত্রী ও মেয়ে কল্পনাকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে চিৎকার দিলে লোকজন ছুটে আসেন। পরে তাঁরা পুলিশে খবর দেন। লাকী আক্তারকে পুলিশ জিজ্ঞাসাবাদ করছে।
তবে কী কারণে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে, তা এখনই বলা যাচ্ছে না উল্লেখ করে ডিএমপির উপকমিশনার বলেন, ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।
রওশন আরার বাড়ির নিচতলায় দুজন ভাড়াটে আছেন। তবে তিনতলায় কোনো ভাড়াটে ছিল না।