রঙিন পোস্টারে প্রচার, পার্বতীপুরে প্রার্থীকে জরিমানা

দিনাজপুরের পার্বতীপুর উপজেলায় রঙিন পোস্টা ছাপিয়ে প্রচার করায় এক ইউনিয়ন পরিষদ সদস্য পদপ্রার্থীকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
গতকাল বুধবার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট তরফদার মাহমুদুর রহমান মোস্তফাপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের সদস্য পদপ্রার্থী এনামুল হক মোল্লাকে আট হাজার টাকা জরিমানা অনাদায়ে পাঁচদিনের কারাদণ্ডাদেশ দেন।
ইউনিয়ন পরিষদ নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও পার্বতীপুর উপজেলা কৃষি কর্মকর্তা আবু ফাত্তাহ রওশন কবির জানান, এনামুল হক রঙিন ছবি দিয়ে পোস্টার তৈরি করে গ্রামের বাড়িঘর ও হাটবাজারের দেওয়ালে লাগিয়ে দেন।
এ ছাড়া নির্বাচনে জয়লাভের পর বিভিন্ন উন্নয়নমূলক কাজ করার প্রতিশ্রুতি দিয়েও এনামুল প্রচার চালিয়ে আসছিলেন। এলাকাবাসীর অভিযোগের ভিত্তিতে পুলিশে তদন্ত করে তাঁকে আটক করে। পরে ভ্রাম্যমাণ আদালত এনামুলকে আট হাজার টাকা জরিমানা অনাদায়ে পাঁচদিনের কারাদণ্ডাদেশ দেন।