প্রতিরোধ গড়ে পুলিশের হাতে আটক ব্যবসায়ীকে ছিনিয়ে নিল এলাকাবাসী

জামালপুর পৌর শহরে জমি সংক্রান্ত বিরোধের অভিযোগে আটক হওয়া এক ব্যবসায়ীকে প্রতিরোধ গড়ে তুলে এলাকাবাসী পুলিশের কাছ থেকে ছিনিয়ে নিয়েছেন বলে জানা গেছে। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুরে শহরের শাহপুর এলাকার জামালপুর রেলওয়ে স্টেশন সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
ছিনিয়ে নেওয়া ওই ব্যবসায়ীর নাম মো. আরিফুর রহমান ওরফে চিকু (৩৫)। তিনি শাহপুর এলাকার হাফিজুর রহমানের ছেলে। আরিফুর একজন ব্যবসায়ী। এলাকায় ভালো মানুষ হিসেবে তাঁর সুনাম রয়েছে। কোন ধরনের মামলা ছাড়াই তাঁকে হ্যান্ডকাপ পরিয়ে থানায় আনার চেষ্টা করে পুলিশ। এ সময় স্থানীয় লোকজনের প্রতিরোধের মুখে তাঁর হাতের হ্যান্ডকাপ খুলে দেয় পুলিশ। পরে তাঁকে এলাকাবাসী পুলিশের কাছ থেকে ছাড়িয়ে নিয়ে যান।
প্রতক্ষ্যদর্শীরা জানায়, শাহপুর এলাকায় এক খন্ড জমি নিয়ে আরিফুর রহমানের প্রতিবেশীর সঙ্গে বিরোধ চলে আসছিল। আজ দুপুরে ওই জমি নিয়ে আবারও ঝগড়া শুরু হয়। এক পক্ষের অভিযোগের ভিত্তিতে সদর থানা পুলিশ ঘটনাস্থলে যান এবং সেখানে থেকে আরিফুর রহমানকে আটক করে, হাতে হ্যান্ডকাপ পড়ানো হয়। এ সময় এলাকাবাসী বিক্ষুদ্ধ হয়ে ওঠেন এবং পুলিশের গাড়ি ঘিরে ফেলে। এলাকাবাসীর প্রতিরোধে তাঁর হাতের হ্যান্ডকাপ খুলে দিতে পুলিশ বাধ্য হন। পরে এলাকাবাসী তাঁকে সেখান থেকে নিয়ে যান।
খবর পেয়ে অতিরিক্ত পুলিশ ও জেলা গোয়েন্দা (শাখা) পুলিশও ঘটনাস্থলে যান। কিন্তু তাঁকে আর আটক করে আনতে পারেননি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।
এ প্রসঙ্গে জানতে চাইলে মুঠোফোনে স্থানীয় ওই ব্যবসায়ী মো. আরিফুর রহমান বলেন, আজ দুপুরে আমি জমিতে কাজ করতেছিলাম। এসময় কিছু লোকজন আমার জমির দেওয়াল ভেঙে ফেলে। পরে আমার স্বজনদের নিয়ে সেখানে যাই। পরে সেখানে পুলিশ এসেই কিছু বুঝে ওঠার আগেই আমার হাতে হ্যান্ডকাফ পরায়। এরপর আমাকে পুলিশের গাড়িতে তুলতে লাগলে এলাকার লোকজন প্রতিবাদ শুরু করে পুলিশের গাড়ি ঘেরাও করে। এলাকার লোকজনের বাধার কারণে আমার হ্যান্ডকাফ খুলে দিতে বাধ্য হয় পুলিশ। পরে পুলিশের গাড়ি থেকে এলাকাবাসী আমাকে নামিয়ে নিয়ে আসে।
এ বিষয়ে জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ফয়সল মো. আতিক বলেন, জমি নিয়ে মারামারির অভিযোগের ভিত্তিতে পুলিশ গিয়েছিল। সেখানে একজন আটক করেছিল শুনেছি। পরে সেখানে কি হয়েছিল বিষয়টি জানি না। তবে ওই আটক ব্যক্তিকে পুলিশই ছেড়ে দিয়েছে, ছিনিয়ে নেয়নি।