‘দুই সন্তানকে হত্যা করে মায়ের আত্মহত্যার চেষ্টা’

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার বড়হাটিয়া এলাকায় দুই সন্তানকে গলা কেটে হত্যা করে এক মা নিজেও আত্মহত্যার চেষ্টা করেছেন বলে জানিয়েছে পুলিশ। আজ বুধবার ভোরে এ ঘটনা ঘটেছে।
লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহজাহান জানান, পুলিশ মা রেহেনা আক্তারকে (৩০) হেফাজতে নিয়েছে। নিহত দুই শিশু হলো মরিয়ম (৭) ও ইয়াসিন (২)। তাদের বাবা হুমায়ুন কবির ঘটনার সময় বাসায় ঘুমিয়ে ছিলেন।
ওসি শাহজাহান জানান, শিশু দুটির মা মানসিকভাবে অসুস্থ। গুরুতর আহত অবস্থায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। তিনি জানান, মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।