সাংবাদিক শফিক রেহমান গ্রেপ্তার

বিশিষ্ট সাংবাদিক ও দৈনিক ‘যায় যায় দিন’ পত্রিকার সাবেক সম্পাদক শফিক রেহমান। ছবি : সংগৃহীত
বিশিষ্ট সাংবাদিক ও দৈনিক ‘যায় যায় দিন’ পত্রিকার সাবেক সম্পাদক শফিক রেহমানকে গ্রেপ্তার করা হয়েছে।
২০১৫ সালের আগস্টে রাজধানীর পল্টন থানায় দায়ের করা রাষ্ট্রদ্রোহিতার মামলায় শফিক রেহমানকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা।
আজ শনিবার সকালে ডিবির উপকমিশনার (ডিসি) মারুফ আহমেদ সরদার এনটিভি অনলাইনকে এসব তথ্য জানিয়েছেন।
তবে কখন, কোথা থেকে এই সাংবাদিককে গ্রেপ্তার করা হয়েছে, সে বিষয়ে বিস্তারিত তথ্য জানা যায়নি।