নির্বাচনে পক্ষে কাজ না করায় রিকশাচালককে পিটুনি
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2016/04/17/photo-1460906795.jpg)
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার রসুল্লাবাদ ইউনিয়নের উত্তর দাড়রা গ্রামে এক রিকশাচালককে বেদম পিটিয়েছেন নবনির্বাচিত চেয়ারম্যানের লোকজন। পরে তাঁর রিকশা ভাঙচুর করেন তাঁরা।
আজ রোববার দুপুরে রসুল্লাবাদ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আলী আকবরের উপস্থিতিতে তাঁর লোকজন এই ঘটনা ঘটান।
আহত রিকশাচালকের নাম হাকিম মিয়া। তিনি অভিযোগ করেন, গত ৩১ মার্চ অনুষ্ঠিত ইউপি নির্বাচনে তিনি আলী আকবরের পক্ষে কাজ করেননি। এই অপরাধে আজ তাঁকে মারধর করে রিকশা ভাঙচুর করা হয়। এখন তিনি কীভাবে সংসার চালাবেন? চিকিৎসার খরচই বা পাবেন কীভাবে?
এদিকে হামলার পর স্থানীয় লোকজন আহত রিকশাচালক হাকিম মিয়াকে চিকিৎসার জন্য নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গিয়ে ভর্তি করেন। এলাকাবাসী অপরাধীদের বিচারের দাবি জানান।
হামলার ব্যাপারে নবনির্বাচিত ইউপি চেয়ারম্যান আলী আকবরের বক্তব্য পাওয়া যায়নি।
এ বিষয়ে নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ আহমেদ বলেন, ‘আমাদের কাছে এখনো কোনো অভিযোগ আসেনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেব।’