শিক্ষা আইন সংশোধনের দাবিতে দুই জেলায় মানববন্ধন
প্রস্তাবিত শিক্ষা আইন সংশোধনের দাবিতে জামালপুর ও জয়পুরহাটে মানববন্ধনসহ বিভিন্ন কর্মসূচি পালন করেছে বাংলাদেশ পুস্তক বিক্রেতা সমিতি। আজ সোমবার দুই জেলা শাখা ওই কর্মসূচি পালন করে।
প্রস্তাবিত শিক্ষা আইন ২০১৬-এর ৭টি উপধারা সংশোধনের দাবিতে জয়পুরহাটে বইয়ের দোকান বন্ধ রেখে মৌন মিছিল, মানববন্ধন ও জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেয় বাংলাদেশ পুস্তক বিক্রেতা সমিতি জয়পুরহাট জেলা শাখা।
দুপুরে শহরের শহীদ ডা. আবুল কাশেম ময়দান থেকে মৌন মিছিল করে জেলা প্রশাসক চত্বরে গিয়ে সংক্ষিপ্ত মানববন্ধন শেষে স্মারকলিপি দেন জেলা পুস্তক বিক্রেতা সমিতির সভাপতি আবু বক্কর সিদ্দিক ও সাধারণ সম্পাদক হারুন উর রশীদ।
জেলা প্রশাসকের পক্ষে স্মারকলিপি গ্রহণ করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তোফাজ্জল হোসেন।
এদিকে একই দাবিতে বিক্ষোভ মিছিল, অবস্থান ধর্মঘট এবং জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়েছে বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি জামালপুর জেলা শাখা।
সোমবার সকাল থেকে জেলার সব পুস্তকের দোকান বন্ধ রেখে ব্যবসায়ীরা এই কর্মসূচি পালন করেন।
এ উপলক্ষে শহরের বকুলতলা চত্বরে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি জামালপুর জেলা শাখার সভাপতি আজিম উদ্দীন ও সাধারণ সম্পাদক অধ্যাপক মোকছেদুর রহমান হারুন।