পঞ্চগড়ে শিশুর ওপর যৌন হয়রানির অভিযোগ

পঞ্চগড় জেলার সদর উপজেলার সাতমেরা ইউনিয়নে সাড়ে তিন বছরের এক শিশুকে যৌন হয়রানির অভিযোগ পাওয়া গেছে। শিশুটিকে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও পরিবারের লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, এলাকার আলমগীর নামের এক যুবক গত রোববার দুপুরে ওই শিশুটিকে বাড়ির পাশে ক্ষেতে নিয়ে গিয়ে যৌন হয়রানি করে। এতে শিশুটি গুরুতর আহত হয়। পরে সে পরিবারের লোকজনের কাছে বিষয়টি জানায়।
গতকাল সোমবার সন্ধ্যায় পরিবারের সদস্যরা শিশুটিকে হাসপাতালে ভর্তি করে।
ওই শিশুর বাবা অভিযোগ করেন, আলমগীর ক্ষেতে নিয়ে গিয়ে তাঁর ছেলের ওপর যৌন হয়রানি চালায়।
খবর পেয়ে রাতে পঞ্চগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোমিনুল ইসলাম মোমিন শিশুটিকে দেখতে হাসপাতালে যান।
পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের মেডিকেল অফিসার মো. শরিফুল ইসলাম যৌন হয়রানির শিকার শিশুটিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানান। তিনি জানান, শিশুটি রক্ত পায়খানা ও বমি করেছিল।
ওসি মোমিনুল ইসলাম মোমিন জানান, যৌন হয়রানির সত্যতা রয়েছে। শিশুটির অভিভাবক অভিযোগ করলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।