জামালপুরে পাসপোর্ট অফিসে ৪ দালাল আটক, জরিমানা

জামালপুর আঞ্চলিক পাসপোর্ট অফিস থেকে আজ বুধবার চার দালালকে আটক করেছে র্যাব। পরে তাঁদের প্রত্যেককে জরিমানা করা হয়। আটক ব্যক্তিরা হলেন রিপন (৩২), হাসেম (৩৭), রহিম (২৪) ও শফিকুল (৩২)।
র্যাব ১৪-এর স্কোয়াড কমান্ডার সহকারী পুলিশ সুপার এ জেড এম তৈমুর রহমান জানান, আজ সকালে শহরের কাচারিপাড়ার আঞ্চলিক পাসপোর্ট অফিসে অভিযান চালিয়ে চার দালালকে আটক করা হয়। পরে তাদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট শফিকুর রহমান প্রত্যেককে পাঁচ হাজার টাকা করে জরিমানা ও অনাদায়ে দুই মাসের কারাদণ্ডাদেশ দেন।