৩০ এপ্রিলের পর পর্যায়ক্রমে সিম বন্ধ হবে : তারানা

বায়োমেট্রিক (আঙুলের ছাপ) পদ্ধতিতে আগামী ৩০ এপ্রিলের মধ্যে নিবন্ধন না করলে পর্যায়ক্রমে সিম বন্ধ করে দেওয়া হবে বলে জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম।
আজ মঙ্গলবার দুপুর ১২টার দিকে সচিবালয়ে সরকারি কর্মচারীদের সিম নিবন্ধন কার্যক্রমের উদ্বোধন শেষে প্রতিমন্ত্রী এ কথা জানান।
তারানা হালিম জানান, এ পর্যন্ত ছয় কোটি ৩৫ লাখ সিম নিবন্ধন হয়েছে। দেশে মোট ১৩ কোটি সিম ব্যবহার হয়। নির্দিষ্ট সময়ের মধ্যে বাকি সিমগুলো নিবন্ধনের আওতায় চলে আসবে বলেও তিনি আশা প্রকাশ করেন।
টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী বলেন, ‘নিবন্ধন কার্যক্রমের জন্য আমাদের এক লাখ ডিভাইস আছে।’ এ ছাড়া সিম নিবন্ধন কার্যক্রমে জড়িত ব্যক্তিদের গ্রাহকদের কাছাকাছি যাওয়ার জন্য আহ্বান জানান তিনি।
তারানা হালিম বলেন, ‘নির্দিষ্ট সময়ে সিম নিবন্ধন না করলে এর পর প্রথম দিন হয়তো এক ঘণ্টার জন্য, দুদিন পর আবার দুই ঘণ্টার জন্য বন্ধ করা হবে। এভাবে পুরোপুরি সিম বন্ধ হয়ে যাবে।’