শফিক রেহমানকে সঙ্গে নিয়েই বাসায় তল্লাশি

সাংবাদিক শফিক রেহমানকে সঙ্গে নিয়ে তাঁর ইস্কাটনের বাসায় তল্লাশি চালিয়েছে পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। আজ মঙ্গলবার দুপুর দেড়টার দিকে ডিবি সদস্যরা তাঁর ইস্কাটনের বাসায় যান বলে জানিয়েছেন নিরাপত্তাকর্মী।
বাসার নিরাপত্তাকর্মী আব্দুর রহিম জানান, তিনটি গাড়ি ও কয়েকটি মোটরসাইকেল নিয়ে বাড়িটিতে আসেন গোয়েন্দা পুলিশের সদস্যরা। এ সময় শফিক রেহমানকে বহনকারী গাড়িটিই কেবল ভেতরে প্রবেশ করে। কিছুক্ষণ পর তাঁরা চলে যান।
শফিক রেহমান সম্পাদিত ‘মৌচাকে ঢিল; পত্রিকার সহকারী সম্পাদক সজীব ওনাসিস জানান, ওই মুহূর্তে তিনি বাসায় ছিলেন না। তবে আসার পর জানতে পারেন যে, শফিক রেহমানকে নিয়ে এসে বাসার ভেতরে বসে ডিবি পুলিশ। সেই সময় বাড়ির অন্য সদস্যদের সঙ্গে কথা বলা হয়। কিছুক্ষণ পর তাঁকে নিয়ে চলে যান গোয়েন্দা পুলিশের সদস্যরা।
শফিক রেহমানের স্ত্রী তালেয়া রেহমান অসুস্থ থাকায় তিনি এ বিষয়ে সাংবাদিকদের সাথে কথা বলতে পারেননি।
এ ব্যাপারে ঢাকা মহানগর পুলিশ অতিরিক্ত কমিশনার মনিরুল ইসলাম সাংবাদিকদের বলেন, আজ দুপুরে শফিক রেহমানের বাসায় তল্লাশি করা হয়েছে। কিছু গুরুত্বপূর্ণ কাগজপত্র জব্দ করতে এই অভিযান চালানো হয়েছে।
প্রসঙ্গত, গত ১৬ এপ্রিল সাংবাদিক শফিক রেহমানকে গ্রেপ্তার করে মহানগর গোয়েন্দা পুলিশ। তাঁকে গ্রেপ্তারের বিষয়ে ডিবির গণমাধ্যম শাখার উপকমিশনার (ডিসি) মারুফ আহমেদ সরদার সেদিন সাংবাদিকদের জানিয়েছিলেন, প্রধানমন্ত্রীর তথ্যপ্রযুক্তিবিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়কে মার্কিন যুক্তরাষ্ট্রে অপহরণ চেষ্টার অভিযোগে ২০১৫ সালে পল্টন থানা করা একটি মামলায় শফিক রেহমানকে গ্রেপ্তার দেখানো হয়েছে।