যুক্তরাষ্ট্রে বৈঠকের কথা স্বীকার করেছেন শফিক রেহমান : পুলিশ

প্রধানমন্ত্রীর তথ্যপ্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়কে অপহরণ ও হত্যা চেষ্টার ষড়যন্ত্রকারীদের সঙ্গে যুক্তরাষ্ট্রে সাংবাদিক শফিক রেহমানের বৈঠক হয়েছিল বলে জানিয়েছে পুলিশ।
আজ মঙ্গলবার ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার মনিরুল ইসলাম এ কথা জানান।
শফিক রেহমানকে রিমান্ডে জিজ্ঞাসাবাদের পুলিশের কাছে এই তথ্যটি স্বীকার করেছেন। এ ছাড়া ‘আমার দেশ’ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমান এই ঘটনায় জড়িত থাকার যথেষ্ট প্রমাণ পাওয়া গেছে বলে জানান মনিরুল ইসলাম।
ডিএমপির অতিরিক্ত কমিশনার আরো জানান, যুক্তরাষ্ট্রে এ ষড়যন্ত্রের কারণে দণ্ডিত রিজভী আহমেদ সিজার, কেন্দ্রীয় তদন্ত ব্যুরোর (এফবিআই) এজেন্ট রবার্ট লাস্টিক এবং এই দুজনের মধ্যস্থতাকারী লাস্টিকের বন্ধু জোহানেস থালের সঙ্গে বৈঠকের কথা রিমান্ডে থাকা শফিক রেহমান স্বীকার করেছেন।
চাঞ্চল্যকর এ ঘটনায় কীভাবে অর্থ লেনদেন হয়েছে, আরো কেউ জড়িত কি না, পাশাপাশি আমার দেশ সম্পাদক মাহামুদুর রহমান কীভাবে এ মামলায় জড়িয়ে পড়লেন সাংবাদিকদের এমন প্রশ্নের উত্তর দেন মনিরুল ইসলাম।
গত ১৬ এপ্রিল সকালে রাজধানীর ইস্কাটনের নিজ বাসা থেকে শফিক রেহমানকে গ্রেপ্তার করে পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)। সজীব ওয়াজেদ জয়কে যুক্তরাষ্ট্রে অপহরণচেষ্টার অভিযোগে ২০১৫ সালে পল্টন থানায় করা একটি মামলায় শফিক রেহমানকে গ্রেপ্তার দেখায় ডিবি। পরে ঢাকা মহানগর হাকিম মাজহারুল ইসলাম তাঁর পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করেন।