মালিক-যাত্রীদের জিম্মি না করার আহ্বান নৌমন্ত্রীর

মালিক ও যাত্রীদের জিম্মি করে দাবি আদায় না করতে নৌযান শ্রমিকদের প্রতি অনুরোধ করেছেন নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান।
আজ বৃহস্পতিবার দুপুরে রাজধানীর উপকণ্ঠ আশুলিয়ার জামগড়ায় মন্ত্রী এ আহ্বান জানান।
বৈজ্ঞানিক পদ্ধতিতে কোরআন শিক্ষা ফাউন্ডেশনের উদ্যোগে তিন দিনব্যাপী নামাজে কোরআন তিলাওয়াতের বিশেষ প্রশিক্ষণ শুরু হয় জামগড়ায়। ওই কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্য দেন নৌমন্ত্রী।
বেতন-ভাতা বৃদ্ধি ও নৌপথে চুরি রোধসহ ১৫ দফা দাবিতে বুধবার রাত ১২টা থেকে নৌযান শ্রমিকদের ধর্মঘট শুরু হয়। সারা দেশে এ কর্মসূচি চলছে।
এ ধর্মঘটের বিষয়ে নৌমন্ত্রী বলেন, মালিকরা মজুরি দেবে, শ্রমিকরা পাবে। এ সময় তিনি মালিকদের অনড় না থেকে শ্রমিকদের দাবির বিষয়টি বিবেচনা করার দাবি জানান। আলাপ-আলোচনা করে বিষয়টি সমাধান করা হবে বলেও জানান তিনি।
শাজাহান খান বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনে বাংলাদেশ উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে। এ উন্নয়নের অগ্রযাত্রা কেউ ঠেকাতে পারবে না বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।