আরো পাঁচদিনের রিমান্ডে শফিক রেহমান

প্রধানমন্ত্রীর তথ্যপ্রযুক্তিবিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়কে অপহরণ ও হত্যাচেষ্টার মামলায় সাংবাদিক শফিক রেহমানের আরো পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
পাঁচদিনের রিমান্ড শেষে আজ শুক্রবার দুপুর ২টার দিকে ঢাকার মুখ্য মহানগর হাকিমের (সিএমএম) আদালতে শফিক রেহমানকে হাজির করে আরো সাতদিনের রিমান্ডের আবেদন করা হয়। মামলার তদন্তকারী কর্মকর্তা ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখার (ডিবির) সহকারী পুলিশ সুপার (এএসপি) হাসান আরাফাত তাঁর রিমান্ড আবেদন করেন।
ওই আবেদন নাকচ করে শফিক রেহমানের জামিন চান আইনজীবী সানাউল্লাহ মিয়া। রিমান্ড ও জামিনের আবেদনের ওপর শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম মাজহারুল ইসলাম পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করেন।
গত ১৬ এপ্রিল রাজধানীর ইস্কাটনে সাংবাদিক পরিচয়ে বাসায় ঢুকে শফিক রেহমানকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ। একই দিন ঢাকার মুখ্য মহানগর হাকিমের (সিএমএম) আদালত শফিক রেহমানকে পাঁচদিনের রিমান্ডে পাঠান। সেদিনও সাতদিনের রিমান্ড আবেদন করেছিলেন ডিবি কর্মকর্তা হাসান আরাফাত।
পুলিশ জানায়, সজীব ওয়াজেদ জয়কে যুক্তরাষ্ট্রে অপহরণচেষ্টার অভিযোগে ২০১৫ সালে পল্টন থানায় করা একটি মামলায় শফিক রেহমানকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
সাময়িকী ‘মৌচাকে ঢিল’-এর সম্পাদক ও ‘দৈনিক যায়যায়দিন’-এর সাবেক সম্পাদক শফিক রেহমানের বয়স ৮১ বছর।