মানবতাবিরোধী অপরাধ
হোসাইন ও মোসলেমের বিরুদ্ধে অভিযোগ গঠন ৯ মে
মানবতাবিরোধী অপরাধের অভিযোগে করা মামলায় ব্রাহ্মণবাড়িয়ার সৈয়দ মো. হোসাইন (৫৪) ও কিশোরগঞ্জের মো. মোসলেম প্রধানের (৬৬) বিরুদ্ধে অভিযোগ গঠনের বিষয়ে আদেশ দেওয়ার জন্য আগামী ৯ মে দিন নির্ধারণ করেছেন ট্রাইব্যুনাল।
আজ মঙ্গলবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি আনোয়ারুল হকের নেতৃত্বে তিন সদস্যের বেঞ্চ এই দিন নির্ধারণ করে আদেশ দেন।
আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন প্রসিকিউটর ব্যারিস্টার ড. তুরিন আফরোজ ও তাপস কান্তি বল। এ সময় আসামিদের পক্ষে আদালতে উপস্থিত ছিলেন আবদুস সাত্তার পালোয়ান।
হোসাইন ট্রাইব্যুনালের রায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি পলাতক হাসান আলীর ছোট ভাই। এই দুই আসামির মধ্যে মোসলেম প্রধান আটক আছেন। হোসাইন পলাতক। হোসাইন মালয়েশিয়ায় অবস্থান করছেন বলে জানা গেছে।