রাষ্ট্রপতির আমন্ত্রণে যায়নি বিএনপি

৪৫তম স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের বাসভবন বঙ্গভবনে সংবর্ধনার আয়োজন করা হয়। আজ বৃহস্পতিবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত আয়োজিত এ অনুষ্ঠানে অতিথিদের বরণ করে নেন রাষ্ট্রপতি আবদুল হামিদ ও তাঁর স্ত্রী রাশেদা খানম। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ অনুষ্ঠানে অংশ নেন। তবে অনুষ্ঠানে আমন্ত্রণ পাওয়ার পরও অংশ নেননি বিএনপির কোনো নেতা।
বার্তা সংস্থা ইউএনবি জানায়, স্বাধীনতা দিবস উপলক্ষে প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতি কেক কাটেন। পরে তাঁরা অনুষ্ঠানে উপস্থিত অতিথিদের সঙ্গে কুশলবিনিময় করেন।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী, জাতীয় সংসদের বিরোধীদলীয় নেত্রী রওশন এরশাদ। এ ছাড়া প্রবীণ মুক্তিযোদ্ধা, বীরশ্রেষ্ঠদের পরিবারের সদস্যরা অনুষ্ঠানে অংশ নেন।
প্রধান বিচারপতি, মন্ত্রিসভার সদস্য, ডেপুটি স্পিকার, প্রধানমন্ত্রীর উপদেষ্টা, তিন বাহিনীর প্রধান, জাতীয় সংসদ সদস্য, নির্বাচন কমিশনের সদস্য, প্রবীণ রাজনীতিবিদ, বিদেশি কূটনীতিক, জ্যেষ্ঠ আইনজীবী, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকসহ সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
এ অনুষ্ঠানে বিএনপির চেয়ারপারসনসহ ২১ শীর্ষনেতাকে আমন্ত্রণ জানিয়েছিলেন রাষ্ট্রপতি। কিন্তু অনুষ্ঠানে কোনো বিএনপি নেতাকে দেখা যায়নি।
এ ব্যাপারে বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান এনটিভি অনলাইনকে জানান, বিএনপির পক্ষ থেকে ওই অনুষ্ঠানে কেউ উপস্থিত ছিলেন না। এর বাইরে আর কোনো কথা বলতে রাজি হননি তিনি।
অনুষ্ঠানে ফকির আলমগীর, ফাতেমা-তুজ-জোহরা, কিরণ চন্দ্র রায়, মমতাজ বেগম ও আবু বকর সিদ্দিকী বিভিন্ন দেশাত্মবোধক সংগীত পরিবেশন করেন।