সন্ত্রাস মোকাবিলায় বাংলাদেশ-যুক্তরাষ্ট্র একমত : স্বরাষ্ট্রমন্ত্রী

সন্ত্রাস মোকাবিলায় যুক্তরাষ্ট্র ও বাংলাদেশ একসঙ্গে কাজ করতে ঐকমত্য হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।
সচিবালয়ে আজ বুধবার দুপুরে মার্কিন রাষ্ট্রদূত মার্শা স্টিফেনস ব্লুম বার্নিকাটের সঙ্গে দুই ঘণ্টা বৈঠক শেষে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল এ কথা বলেন।
মন্ত্রী বলেন, ‘বাংলাদেশের অপরাধী ও জঙ্গিদের বিষয়ে যেসব তথ্য যুক্তরাষ্ট্রের কাছে আছে সেসব তথ্য দেওয়ার প্রস্তাব করেছেন মার্কিন রাষ্ট্রদূত। যেসব হত্যাকাণ্ড ঘটেছে সেগুলোর বিষয়ে তদন্ত, গ্রেপ্তার এবং সামনে যাতে এ ধরনের ঘটনা না প্রতিরোধ করা যায় সে জন্য তারা বাংলাদেশের সঙ্গে কাজ করার আগ্রহ দেখিয়েছে। আমরা তাদের প্রস্তাব গ্রহণ করেছি। আমরাও তাঁদের কাছে একই ধরনের প্রস্তাব করেছি। তাঁরা আমাদের প্রস্তাবে ইতিবাচক সাড়া দিয়েছেন। এখন এসব বিষয়ে আমরা একসঙ্গে কাজ করব।’
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘বাংলাদেশে যেসব খুনের ঘটনা ঘটেছে তার একটি বড় তালিকা বৈঠকে বার্নিকাট দিয়েছেন। তাঁদের দেশে আমাদের যাঁরা মারা গেছেন, তাঁদের একটি তালিকা আমরা তাঁকে দিয়েছি।’
‘তালিকা দেওয়ার পর বার্নিকাট বাংলাদেশে আইএস উপস্থিতির কথা বললে তার জবাবে বলেছি, বাংলাদেশে আইএসের অস্তিত্ব নেই। যেসব ঘটনা ঘটছে সেগুলো অভ্যন্তরীণ অপরাধী। এদের সঙ্গে আন্তর্জাতিক কোনো যোগসূত্র নেই,’ যোগ করেন স্বরাষ্ট্রমন্ত্রী।
এ পর্যায়ে বার্নিকাট অপরাধ প্রতিরোধে একসঙ্গে কাজ করার প্রস্তাব দেন বলে জানান মন্ত্রী। তিনি বলেন, ‘বৈঠকে বেশির ভাগ সময় বার্নিকাট জুলহাজের হত্যা নিয়ে কথা বলেছেন। তিনি বেশ আবেগপ্রবণ হয়ে পড়েন।’
সন্ত্রাস মোকাবিলায় দুই দেশ যে একসঙ্গে কাজ করার বিষয়ে ঐকমত্য হয়েছেন তার ধরন ও প্রকৃতি কী হবে- জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমাদের একজন অতিরিক্ত সচিবকে দায়িত্ব দেওয়া হবে। তিনি এ ব্যাপারে সার্বক্ষণিক তাঁদের (মার্কিন প্রতিনিধি) সঙ্গে যোগাযোগ রাখবেন। তাঁদের সঙ্গে তথ্য আদান-প্রদান করবেন। এ ছাড়া স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে একটি পৃথক সেল খোলা হবে। ২৪ ঘণ্টা এই সেল সারা দেশের সন্ত্রাসী কর্মকাণ্ড ও অপরাধ বিষয়ে তথ্য-উপাত্ত সংগ্রহ ও সংরক্ষণ করবে। এ বিষয়ে প্রধানমন্ত্রীর একটি নির্দেশনাও আছে।’