ভূমি কর্মকর্তাকে লাঞ্ছিত করার দায়ে মুক্তিযোদ্ধাকে কারাদণ্ড

বাগেরহাট সদর ভূমি কার্যালয়ের এক সার্ভেয়ারকে লাঞ্ছিত করার দায়ে এক মুক্তিযোদ্ধাকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
বাগেরহাট সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী হাকিম শরিফ নজরুল ইসলাম আজ বুধবার বিকেলে এই আদেশ দেন।
দণ্ডাদেশ পাওয়া মুক্তিযোদ্ধা হলেন বাগেরহাট শহরের মালোপাড়া এলাকার বাসিন্দা মোজাম্মেল হোসেন মোজাম। তিনি আজ বিকেলে বাগেরহাট সদর ভূমি কার্যালয়ে এসে সার্ভেয়ার সাদ্দাম হোসেনকে লাঞ্ছিত করেন বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।
ইউএনও শরিফ নজরুল ইসলাম জানান, সরকারি কাজে বাধাদানের ঘটনায় ৩৫৩ ধারায় অভিযোগ প্রমাণিত হওয়ায় মোজাম্মেল হোসেন নামের এক ব্যক্তিকে অভিযুক্ত করে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে।