নির্মাণকাজ শেষ হলে বাংলাদেশের চেহারা পাল্টে যাবে

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার দেশের উন্নয়নে কাজ করছে। উন্নয়নের ধারাবাহিকতায় দেশে পর্যাপ্তসংখ্যক সেতু-কালভার্ট, সড়ক, মহাসড়কসহ বিভিন্ন অবকাঠামো নির্মিত হচ্ছে। সব নির্মাণকাজ শেষ হলে বাংলাদেশের চেহারাই পাল্টে যাবে।
আজ বৃহস্পতিবার দুপুরে টাঙ্গাইলের মির্জাপুরে সাংবাদিকদের এ কথা বলেন খন্দকার মোশাররফ।
দুপুরে মির্জাপুরে বংশাই নদীর ওপর নির্মিত বীর মুক্তিযোদ্ধা একাব্বর হোসেন এমপি সেতু ও বহুরিয়া ইউনিয়নে লৌহজং নদীর ওপর নির্মিত বীর মুক্তিযোদ্ধা শিল্পপতি নূরুল ইসলাম সেতুর উদ্বোধন করেন স্থানীয় সরকারমন্ত্রী।
এর আগে সকালে মন্ত্রী মির্জাপুর ভারতেশ্বরী হোমস ও কুমুদিনী হাসপাতাল পরিদর্শন করেন। তিনি ভারতেশ্বরী হোমসে পৌঁছে সেখানকার ছাত্রীদের মনোজ্ঞ শরীরচর্চা প্রদর্শনী উপভোগ করেন। পরে তিনি কুমুদিনী হাসপাতালের আধুনিক চিকিৎসা কার্যক্রমও পরিদর্শন করেন এবং চিকিৎসাধীন রোগীদের খোঁজখবর নেন।
সেতুর উদ্বোধন অনুষ্ঠানে স্থানীয় সংসদ সদস্য সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি একাব্বর হোসেন, টাঙ্গাইল জেলা পরিষদের প্রশাসক ফজলুর রহমান খান ফারুক, জেলা প্রশাসক (ডিসি) মাহবুব হোসেনসহ স্থানীয় সরকার মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ কর্মকর্তা ও আওয়ামী লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
মির্জাপুর-পাথরঘাটা রাস্তায় সদরের বংশাই নদীর ওপর ত্রিমোহন খেয়াঘাট এলাকায় ৩০০ মিটার দীর্ঘ বীর মুক্তিযোদ্ধা একাব্বর হোসেন এমপি সেতুটির নির্মাণব্যয় হয়েছে ১২ কোটি টাকা।
অপরদিকে একই উপজেলার দেওহাটা- বিলগজারিয়া রাস্তার বহুরিয়া খেয়াঘাট এলাকার লৌহজং নদীর ওপর ১৪০ মিটার দীর্ঘ বীর মুক্তিযোদ্ধা শিল্পপতি নূরুল ইসলাম সেতুটি নির্মাণে ব্যয় হয়েছে পাঁচ কোটি ৫০ লাখ টাকা।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিশ্রুত সেতু দুটির উদ্বোধন হওয়ায় মির্জাপুর উপজেলার উত্তর ও দক্ষিণাঞ্চলের হাজার হাজার মানুষের মধ্যে উৎসবের আমেজ বিরাজ করছে। সেতু দুটি উদ্বোধন হওয়ায় স্থানীয় লোকজনের দীর্ঘদিনের দাবি পূরণ হলো।