মংলায় ৮ শতাধিক মানুষকে বিশুদ্ধ পানি সরবরাহ

তীব্র গরমে বাগেরহাটের মংলার বিস্তীর্ণ অঞ্চলে সুপেয় পানির উৎসগুলো শুকিয়ে গেছে। এতে বিশুদ্ধ পানির সংকট দেখা দিয়েছে। এ সংকট নিরসনে উদ্যোগ নিয়েছে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর।
আজ বৃহস্পতিবার সকাল থেকে মংলা পৌর এলাকার বিভিন্ন স্থানে আট শতাধিক মানুষকে খাবার পানি সরবরাহ করেছে অধিদপ্তর।
পৌর শহরের বিভিন্ন এলাকায় ভ্রাম্যমাণ ‘ট্রাক মাউনটেড ডি স্যালাইনেশন প্লান্ট’-এর মাধ্যমে বিশুদ্ধ খাবার পানি সরবরাহ শুরু করা হয়। আগামী পাঁচদিন ধরে এই প্লান্টের মাধ্যমে পৌর এলাকায় পানি সরবরাহ করা হবে। এরপর পর্যায়ক্রমে বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ডের বাসিন্দাদের মধ্যে সরবরাহ করা হবে বিশুদ্ধ খাবার পানি।
এ বিষয়ে জানতে চাইলে মংলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী এস এম কায়েছ বলেন, ‘বিশেষ করে শুষ্ক মৌসুম এলেই লবণ পানি অধ্যুষিত উপকূলীয় এ এলাকায় সুপেয় পানির হাহাকার পড়ে যায়। তাই কিছুটা হলেও মিষ্টি পানির চাহিদা পূরণে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের ট্রাক মাউনটেড ডি স্যালাইনেশন প্লান্টের মাধ্যমে সাধ্য মতো বিশুদ্ধ পানি সরবরাহ করে যাচ্ছি।’