সুন্দরবনের আগুন নিভেছে, দাবি প্রশাসনের

সুন্দরবনের পূর্ব বন বিভাগের ধানসাগর স্টেশনের ২৫ নম্বর কম্পার্টমেন্টের তুলাতলা এলাকায় চতুর্থ দফায় লাগা আগুন নিভে গেছে বলে দাবি করেছে বন বিভাগ।
সুন্দরবন পূর্বাঞ্চলের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মো. শহীদুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।
শহীদুল জানান, আগুন নেভানোর কাজ শেষে ফায়ার সার্ভিসের খুলনা, বাগেরহাট ও মোড়েলগঞ্জের তিনটি ইউনিট অগ্নিকাণ্ডের স্থান ছেড়েছে। তবে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সামাল দিতে ফায়ার সার্ভিসের একটি ইউনিট এখনো ঘটনাস্থলে আছে।
বন বিভাগ ও ফায়ার সার্ভিস কর্মীরা জানিয়েছেন, গভীর সুন্দরবনের ২০টি স্থানে লাগা আগুন নিভিয়ে ফেলা সম্ভব হয়েছে।
তবে আগুন নির্বাপণের কাজে নিয়োজিত স্থানীয় টাইগার টিমের সদস্যরা জানান, সুন্দরবনের ভেতর থেকে এখনো ধোঁয়া উঠতে দেখা যাচ্ছে। অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত স্থানের চারদিকে ফায়ার লাইন কেটে নালা তৈরি করে আগুন নিয়ন্ত্রণে রাখা হয়েছে বলেও জানান তাঁরা।
এদিকে সুন্দরবনে এই অগ্নিকাণ্ডের ঘটনায় খলিলুর রহমান হাওলাদার (৩৫) নামের একজনকে আটক করেছে বাগেরহাটের শরণখোলা থানা পুলিশ। আজ শনিবার দুপুরে আদালতের মাধ্যমে তাঁকে কারাগারে পাঠানো হয়েছে।
আজ বিকেলে সুন্দরবনে অগ্নিকাণ্ডের ঘটনাস্থল পরিদর্শন করবেন প্রধান বন সংরক্ষক মো. ইউনুস আলী। আগামীকাল রোববার বনমন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জুও ঘটনাস্থল পরিদর্শন করবেন বলে জানিয়েছেন ডিএফও শহীদুল ইসলাম।