সুন্দরবনে অগ্নিকাণ্ডের ঘটনায় ইউপি সদস্য আটক

সুন্দরবনে অগ্নিকাণ্ডের ঘটনায় জড়িত সন্দেহে এবার বাগেরহাটের শরণখোলা উপজেলার রায়েন্দা ইউনিয়ন পরিষদের (ইউপি) ১ নম্বর ওয়ার্ডের সদস্য জাকির হোসেন খানকে আটক করেছে পুলিশ।
আজ রোববার রাত ৮টার দিকে শরণখোলা থানার পুলিশ জাকির হোসেনকে আটক করে। এর আগে আজ ভোরে ও সকালে অগ্নিকাণ্ডের সঙ্গে জড়িত সন্দেহে চারজনকে শরণখোলা থানার পুলিশ আটক করে।
আজ রাতে শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম মিয়া জানান, আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করা হলে এরই মধ্যে দুজন অগ্নিকাণ্ডের বিষয়ে সংযুক্ত থাকার কথা স্বীকার করেছেন। বাকি দুজনকে জিজ্ঞাসাবাদ চলছে। তবে আটক ব্যক্তিদের মধ্যে এজাহারভুক্ত কোনো আসামি নেই।
এ নিয়ে এক মাসে চতুর্থ দফা অগ্নিকাণ্ডের পর পুলিশ ছয়জনকে আটক করে।
গত ২৭ এপ্রিল সুন্দরবনের তুলাতলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তিনদিন চেষ্টার পর গতকাল শনিবার দুপুরে ফায়ার সার্ভিসের কর্মীরা স্থানীয়দের সহায়তা আগুন নেভাতে সক্ষম হয়। এই সময়ের মধ্যে সুন্দরবনের ব্যাপক এলাকায় গাছ পুড়ে গেছে। এখন ওই এলাকাজুড়ে ছড়িয়ে রয়েছে পোড়া গাছের সারি। আগুনের তাপে সুন্দরবনের সুন্দরী, গেওয়া, গরান, বলাসহ গুল্মজাতীয় শত শত গাছ শুকিয়ে গেছে। অনেক গাছের নিম্নাংশ পুড়ে গেছে।
এদিকে সুন্দরবনে আগের তিনটি অগ্নিকাণ্ডের ঘটনায় মোট ২২ জনকে আসামি করে তিনটি মামলা করেছে বন বিভাগ। এই মামলার এজাহারভুক্ত আসামিরা এখনো ধরাছোঁয়ার বাইরে। তবে নতুন মামলায় ইউপি সদস্য জাকির হোসেন খান এজাহারভুক্ত আসামি হতে পারে বলে পুলিশ ধারণা করছে। আদালতের ওয়ারেন্টের কপি পাওয়ার পর জানানো সম্ভব হবে বলে শরণখোলা থানার ওসি শাহ আলম মিয়া জানান।