সুন্দরবন থেকে চারটি পাইপগান উদ্ধার

সুন্দরবনে বনদস্যুদের আস্তানায় অভিযান চালিয়ে চারটি পাইপগান উদ্ধার করেছে কোস্ট গার্ড। এ নিয়ে তিন দফায় অভিযানে ১০টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হলো।
কোস্টগার্ড পশ্চিম জোনের (মংলা) অপারেশন অফিসার এ এম রাহাতুজ্জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে কোস্টগার্ড সদস্যরা সোমবার ভোর ৫টার দিকে পশ্চিম সুন্দরবনের কাশিয়াবাদ সংলগ্ন সুতারখালী এলাকায় অভিযান চালায়।
এ সময় ওই এলাকায় অবস্থানরত বনদস্যুরা অভিযানকারীদের উপস্থিতি টের পেয়ে দ্রুত বনে ভেতর পালিয়ে যায়। পরে দস্যুদের আস্তানায় তল্লাশি চালিয়ে চারটি পাইপগান উদ্ধারসহ একটি নৌকা ট্রলার আটক করে কোস্টগার্ড।
এর আগে গত ১ এপ্রিল দুপুরে সুন্দরবনের নলিয়ানের বাইনতলা বারানী এলাকায় দুস্যদের আস্তানায় অভিযান চালিয়ে দুটি এবং গত ২৭ এপ্রিল সুন্দরবনের দাকোপ এলাকা থেকে দস্যুদের ফেলে যাওয়া চারটি পাইপগান উদ্ধার করে কোস্টগার্ড।