ভোমরা বন্দরে ট্রাক থেকে বস্তাভর্তি ফেনসিডিল জব্দ

সাতক্ষীরার ভোমরা বন্দরে ভারত থেকে আমদানি করা সিরামিক পাথরবাহী ট্রাক থেকে গতকাল বৃহস্পতিবার রাতে দুই বস্তাভর্তি ফেনসিডিল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। ছবি : এনটিভি
সাতক্ষীরার ভোমরা বন্দরে ভারত থেকে আমদানি করা সিরামিক পাথরবাহী ট্রাক থেকে দুই বস্তাভর্তি ফেনসিডিল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
গতকাল বৃহস্পতিবার রাত ১১টায় ট্রাকটি বন্দর থেকে চলে যাচ্ছিল। এ সময় তা তল্লাশি করতে গিয়ে বেরিয়ে পড়ে ফেনসিডিল।
বিজিবির ৩৮ ব্যাটালিয়নের ভোমরা বিওপি কমান্ডার সুবেদার নাসিরউদ্দিন জানান, গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে ব্যবসায়ী বাবলুর রহমানের আমদানি করা ও সিঅ্যান্ডএফ এজেন্ট মাহী বি এন্টারপ্রাইজের ছাড় করা পাথর বহনকারী ট্রাকে তল্লাশি চালানো হয়। এ ঘটনার পর থেকে বাবলুর রহমান পলাতক।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদ শেখ জানান, ফেনসিডিলসহ ট্রাকটি পুলিশে সোপর্দ করেছে বিজিবি। এ ব্যাপারে থানায় মামলা হয়েছে।