ছাগলনাইয়ার উপজেলা চেয়ারম্যানের বিরুদ্ধে মামলার নির্দেশ

ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে আওয়ামী লীগের প্রতিপক্ষের নেতাকর্মীদের ওপর গুলি ছোড়ার নির্দেশ দেওয়ার অভিযোগে ফেনীর ছাগলনাইয়া উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মেজবাউল হায়দার চৌধুরী সোহেলের বিরুদ্ধে মামলা করার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
আজ মঙ্গলবার ইসির উপসচিব ফরহাদ আহমদ খান স্বাক্ষরিত একটি নির্দেশনা ফেনীর পুলিশ সুপার ও জেলা প্রশাসককে পাঠানো হয়েছে।
নির্দেশনায় বলা হয়েছে, ইউপি নির্বাচন পরিচালনা বিধিমালা ৩০ ও ৩১ বিধি এবং প্রচলিত অন্যান্য আইন ও বিধির আলোকে ছাগলনাইয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মেজবাউল হায়দার চৌধুরী সোহেলের বিরুদ্ধে মামলা করে পুলিশ সুপার (এসপি) আইনগত ব্যবস্থা গ্রহণ করবেন।
একই সঙ্গে মেজবাউল হায়দার যেন কোনো ধরনের নির্বাচনী প্রচারে অংশ নিতে না পারেন, সেটি জেলা প্রশাসক (ডিসি), পুলিশ সুপার (এসপি) এবং রিটার্নিং কর্মকর্তাকে নিশ্চিত করারও নির্দেশ দিয়েছে ইসি।
এ ছাড়া এসপি, ডিসি ও রিটার্নিং কর্মকর্তাকে সুষ্ঠু নির্বাচনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতেও বলা হয়েছে নির্দেশনায়।
এদিকে, মেজবাউল হাসানের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে স্থানীয় সরকার মন্ত্রণালয়কেও নির্দেশ দিয়েছে কমিশন।
ইসি সূত্রে জানা যায়, সোমবার সকালে কমিশন সভায় ওই উপজেলা চেয়ারম্যানকে নির্বাচনী কার্যক্রমে অবৈধ ঘোষণা, তাঁর বিরুদ্ধে মামলা করার জন্য পুলিশকে নির্দেশ এবং স্থানীয় সরকার বিভাগকে তাঁর বিরুদ্ধে প্রয়োজনীয় শাস্তিমূলক ব্যবস্থা নিতে বলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
অভিযোগ সম্পর্কে কমিশন জানায়, গত বৃহস্পতিবার ছাগলনাইয়া উপজেলার ঘোপাল ইউনিয়নের মুহুরীগঞ্জ বন্ধন ক্লাবে আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী আজিজুল হক মানিকের (৩৬) পক্ষে এক সভা অনুষ্ঠিত হয়। ওই সভায় উপজেলা চেয়ারম্যান মেজবাউল হায়দার চৌধুরী সোহেল বলেন, ‘ঘোপাল ইউনিয়নে কোনো বিদ্রোহী প্রার্থী থাকতে পারবে না। আওয়ামী লীগ, যুবলীগ বা ছাত্রলীগের কোনো কর্মী বিদ্রোহীদের পক্ষে গেলে তাদের চামড়া থাকবে না। গুলি করে বিদ্রোহীদের ফেলে দেওয়া হবে। এসব ঘটনায় নির্বাহী ম্যাজিস্ট্রেট আনা হলে কিংবা ম্যাজিস্ট্রেট অথবা পুলিশের কাছে অভিযোগ করা হলে পিঠের চামড়া তুলে নেওয়া হবে।’
উপজেলা চেয়ারম্যানের ওই বক্তব্যের পর ছাগলনাইয়ায় নির্বাচনের পরিবেশ ভীতিকর হয়ে পড়েছে বলে ঘোপাল ইউনিয়নের স্বতন্ত্র প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান আজিজুল হক বক্তব্যের অডিও রেকর্ড কয়েকজন প্রার্থী ইসিসহ প্রশাসনের কাছে অভিযোগ আকারে দাখিল করেন।
উল্লেখ্য, আগামী ৭ মে চতুর্থ ধাপে ছাগলনাইয়া উপজেলার ইউপিগুলোতে নির্বাচন অনুষ্ঠিত হবে।