চুয়াডাঙ্গায় মাঠে মিলল অজ্ঞাত ব্যক্তির লাশ

চুয়াডাঙ্গায় মাঠের একপাশে পড়ে থাকা অজ্ঞাত ব্যক্তির লাশ দেখতে উৎসুক মানুষের ভিড়। ছবি : এনটিভি
চুয়াডাঙ্গা সদর উপজেলায় একটি মাঠ থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।
আজ বুধবার দুপুরে উপজেলার বোয়ালিয়া গ্রামের ভিটেখোলা মাঠ থেকে লাশটি উদ্ধার করা হয়।
এ বিষয়ে জানতে চাইলে সদর থানার পরিদর্শক (তদন্ত) এস এম কামরুজ্জামান বলেন, স্থানীয় কৃষকরা কাজ করতে ভিটেখালি মাঠে গেলে ফকরুল ইসলাম আলমগীর নামের এক ব্যক্তির জমিতে লাশটি পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে সদর থানা পুলিশের একটি দল ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে পাঠায়। নিহতের পরনে লুঙ্গি ও ফুলহাতা বাদামি রঙের শার্ট রয়েছে।
পুলিশের এই পরিদর্শক আরো বলেন, নিহত ব্যক্তিকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে কত দিন আগে তিনি মারা গেছেন, তা বোঝা যাচ্ছে না। ময়নাতদন্তের পর ভিসেরা রিপোর্ট পেলে সব জানা যাবে।