ইউএনওকে মারধর : আ.লীগ নেতাদের নামে মামলা

ফেনীর পরশুরাম উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এইচ এম রকিব হায়দারকে মারধরের ঘটনায় মামলা হয়েছে।
আজ শুক্রবার সন্ধায় পরশুরাম থানায় দ্রুত বিচার আইনে মামলাটি করেছেন ইউএনওর গাড়িচালক আবুল কাশেম। মামলায় জেলা আওয়ামী লীগের সহসভাপতি খায়রুল বাশার তপন, চিথলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জসিম উদ্দিন, পরশুরাম পৌরসভার কাউন্সিলর আবদুল মান্নানসহ সাতজনের নাম উল্লেখ করা হয়েছে। এ ছাড়া ১০-১২ জন অজ্ঞাত আসামি রয়েছেন।
পরশুরাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কাশেম মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।
আজ সকালেই উপজেলার চিথলিয়া স্কুলমাঠে প্রকাশ্যে ইউএনওর ওপর হামলার ঘটনা ঘটে।
জেলা আওয়ামী লীগের সভাপতি আবদুর রহমান বলেন, এ ঘটনায় যারাই দোষী হোক তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
স্থানীয়রা জানান, আজ চিথলিয়ায় নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান সফরে আসেন। ইউএনও চিথলিয়া স্কুলমাঠে মন্ত্রীকে স্বাগত জানাতে যান। সেখানে আওয়ামী লীগের নেতারাও ছিলেন। নৌমন্ত্রী আসার আগে ইউএনও এইচ এম রকিব হায়দারের কাছে মন্ত্রীর সফরের খরচ বাবদ টাকা দাবি করেন স্থানীয় আওয়ামী লীগের নেতারা।
ইউএনও সাতদিন আগে পরশুরাম উপজেলায় যোগ দেন। ফলে তাঁর কাছে এ ধরনের কোনো বরাদ্দ নেই উল্লেখ করে টাকা দিতে অপারগতা প্রকাশ করেন।
এ সময় আওয়ামী লীগ নেতাকর্মীরা চিথলিয়া স্কুলমাঠেই ইউএনও রকিব হায়দারকে জনসম্মুখে মারধর শুরু করেন। এতে তিনি মাথায় আঘাত পেয়ে জ্ঞান হারিয়ে মাটিতে পড়ে যান। তাৎক্ষণিকভাবে ইউএনওকে প্রথমে পরশুরাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। পরে তাঁকে ফেনী সদর হাসপাতালে ভর্তি করা হয়।
পরশুরাম স্বাস্থ্য কমপ্লেক্সের উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা হাবিবুল করিম সাংবাদিকদের জানান, ইউএনওর মাথায় আঘাতের চিহ্ন আছে। তাঁকে ফেনী সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
ফেনীর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. এনামুল হক জানান, এ ঘটনায় মামলা হয়েছে। আইনগত ব্যবস্থা নেওয়া হবে।