আলমডাঙ্গায় সহকারী প্রিসাইডিং কর্মকর্তা ও এসআই প্রত্যাহার

চুয়াডাঙ্গার আলমডাঙ্গার সাতটি ইউনিয়নে আজ শনিবার সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হয়েছে। পৃথক অভিযোগে একজন সহকারী প্রিসাইডিং অফিসার ও এক উপপরিদর্শককে (এসআই) প্রত্যাহার করা হয়েছে।
আজ শনিবার সকালে জেলা নির্বাচন অফিসার আনিছুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
হারদী ইউনিয়নের শেখপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে মনিরুল ইসলাম নামের এক বহিরাগতকে পুলিশ আটক করে। মনিরুলকে সহযোগিতার অভিযোগে সহকারী প্রিসাইডিং কর্মকর্তা ও উপসহকারী কৃষি কর্মকর্তা এ বি এম মমিনুর রহমানকে প্রত্যাহার করা হয়েছে। সিনিয়র সহকারী পুলিশ সুপার ছুফি উল্লাহ সরেজমিনে যান এবং অভিযোগের ভিত্তিতে তাঁদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেন।
এ ছাড়া পুলিশের এসআই অচিন্ত্য কুমারকে স্ট্রাইকিং ফোর্সের দায়িত্ব থেকে প্রত্যাহার করে নেওয়া হয়েছে। অচিন্ত্যর বিরুদ্ধে অভিযোগ, কুমারী ইউনিয়নের জন্য ১৪ জনের সমন্বয়ে স্ট্রাইকিং ফোর্স গঠন করা হলেও তিনি শুক্রবার সন্ধ্যায় পুলিশ সদস্যদের ছাড়াই মাত্র চারজন আনসার সদস্যকে নিয়ে নির্বাচনী এলাকায় যান। রাতেই তাঁকে চুয়াডাঙ্গা পুলিশ লাইনে প্রত্যাহার এবং সদর থানার এসআই ওয়াহেদুজ্জামানকে ওই স্ট্রাইকিং ফোর্সের দায়িত্ব দেওয়া হয়।