গোপালগঞ্জে জাল ভোট, সংঘর্ষে আহত ১১

গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার উজানী ইউনিয়নের একটি কেন্দ্রে জাল ভোট দেওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ বাধে। ছবি : এনটিভি
কয়েকটি কেন্দ্রে জাল ভোট, সংঘর্ষের মধ্য দিয়ে গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার ১৫টি ইউনিয়নে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। আজ শনিবার সকালে জলিরপাড় ও উজানী ইউনিয়নে জাল ভোট দেওয়াকে কেন্দ্র করে স্বতন্ত্র চেয়ারম্যান পদপ্রার্থীসহ ১১ জন আহত হয়েছেন।
জানা গেছে, সকাল সাড়ে ৯টার দিকে জলিরপাড় ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের সেন্ট পিটার্স সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে জাল ভোট দিতে বাধা দেওয়ায় স্বতন্ত্র চেয়ারম্যান পদপ্রার্থী মিহির কান্তি রায়কে প্রতিপক্ষের লোকজন পিটিয়ে আহত করেছে।
অপরদিকে উজানী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের বাসুদেবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে জাল ভোট দেওয়াকে কেন্দ্র করে দুই সদস্য প্রার্থীর সমর্থকদের মধ্যে প্রথমে কথাকাটাকাটি ও পরে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের কমপক্ষে ১০ জন আহত হন।