দুই ট্রাকে করে পাচার হচ্ছিল ১৮ লাখ চিংড়ি রেণু

জব্দ হওয়া বিপুল চিংড়ি রেণু নদীতে অবমুক্ত করা হচ্ছে। ছবি : এনটিভি
বরিশালে ১৮ লাখ গলদা চিংড়ি রেণুসহ ১৬ জনকে আটক করা হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে নগরীর দপদপিয়া এলাকা থেকে এসব জব্দ ও অভিযুক্তদের আটক করেন নৌপুলিশের সদস্যরা।
বরিশাল মৎস্য কর্মকর্তা (ইলিশ) বিমল দাস সাংবাদিকদের জানান, গোপন সংবাদের ভিত্তিতে দপদপিয়া এলাকায় অভিযান চালায় নৌপুলিশ। সেখানে দুটি ট্রাকের গতি রোধ করে চ্যালেঞ্জ করে তারা। এ সময় ট্রাকে তল্লাশি চালিয়ে ৩৭টি ড্রাম ও ২৫টি পাতিল ভর্তি ১৮ লাখ গলদা চিংড়ির রেণু জব্দ করা হয়। এসব পাচারের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ১৬ জনকে আটক করা হয় ।
বিমল দাস আরো জানান, জব্দ করা এসব চিংড়ি রেণু দ্রুত নদীতে অবমুক্ত করেন পুলিশসহ প্রশাসনের কর্মকর্তারা।
এ ছাড়া আটক ১৬ জনকে জেলা প্রশাসনের নির্বাহী ম্যজিস্ট্রেটের কাছে বিচারের জন্য নেওয়া হচ্ছে বলেও জানান মৎস্য কর্মকর্তা।