পঞ্চগড়ে বিক্রেতাকে জরিমানা, অভিযোগকারী পেলেন জরিমানার ২৫ শতাংশ

নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে পণ্য বিক্রি করায় পঞ্চগড় জেলা শহরের এসএ এন্টারপ্রাইজ নামে একটি ব্যবসায়িক প্রতিষ্ঠানকে (টাইলস ব্যবসা) ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক হাসান আল মারুফ ভোক্তার লিখিত অভিযোগের পরিপ্রেক্ষিতে তাঁর কার্যালয়ে ভোক্তা ও বিক্রেতার উপস্থিতিতে শুনানির মাধ্যমে এই জরিমানা করেন।
ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী অভিযোগকারী ভোক্তাকে জরিমানার ২৫ শতাংশ টাকা (চার হাজার) দেওয়া হয়। পঞ্চগড় জেলায় অভিযোগকারী ভোক্তাকে জরিমানার টাকা প্রদান এটিই প্রথম।
পঞ্চগড় জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক হাসান আল মারুফ জানান, গত ২৭ এপ্রিল পঞ্চগড় শহরের হাবিবুর রহমান নামের এক ব্যক্তি বাসাবাড়ির কাজের জন্য পঞ্চগড় বাজারের এসএ এন্টারপ্রাইজ নামে একটি টাইলসের দোকান থেকে ১৬০ পিস টাইলস কেনেন। এ সময় এসএ এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী আলমগীর হোসেন রানা প্রতি পিস টাইলসের দাম ১৩৯ টাকা ধরেন। পরে এই টাইলসের দাম অন্যত্র যাচাই করলে তার নির্ধারিত মূল্য ১১১ টাকা বলে তিনি নিশ্চিত হন। এ ব্যাপারে ওই দোকানদারকে বিষয়টি জানিয়ে কোনো সদুত্তর না পাওয়ায় ভোক্তা হাবিবুর রহমান ৯ মে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক বরাবর একটি লিখিত অভিযোগ করেন।
ওই অভিযোগের পরিপ্রেক্ষিতে তিন দিনের মধ্যে ওই বিক্রেতাকে কারণ দর্শানোসহ শুনানিতে অংশ নেওয়ার নির্দেশ দেওয়া হয়। পরে উভয় পক্ষের উপস্থিতিতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ৪০ ধারা অনুযায়ী অভিযুক্ত বিক্রেতাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। ওই আইনের ৭৬(৪) উপধারা অনুযায়ী অভিযোগকারী ভোক্তাকে জরিমানার ২৫ শতাংশ টাকা (চার হাজার) দেওয়া হয়।