বাংলাদেশি অনুপ্রবেশকারী নিয়ে পশ্চিমবঙ্গ গভর্নরের উদ্বেগ

বাংলাদেশ থেকে অনুপ্রবেশকারীদের ব্যাপারে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের গভর্নর কেশরি নাথ ত্রিপাঠি। নদিয়া জেলায় এক বৃদ্ধা খ্রিস্টান সন্ন্যাসিনীকে ধর্ষণের ঘটনায় জড়িত সন্দেহে দুই বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তারের দুদিন পর এ উদ্বেগ প্রকাশ করলেন তিনি।
দ্য হিন্দু তাদের এক প্রতিবেদনে জানিয়েছে, স্থানীয় একটি অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে কেশরি নাথ ত্রিপাঠি বলেন, ‘এটি একটি গুরুতর সমস্যা। কেন্দ্র সরকার ও রাজ্য সরকারকে অবশ্যই যৌথভাবে লক্ষ রাখতে হবে এবং বাংলাদেশ থেকে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে কাজ করতে হবে।’
এ সপ্তাহের শুরুতে পশ্চিমবঙ্গ রাজ্য পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) মুম্বাই থেকে মুহাম্মাদ সেলিম শেখ ও উত্তর চব্বিশ পরগনার হাবড়া থেকে গোপাল সরকার নামে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করে। এরা দুজনই বাংলাদেশি নাগরিক বলে দাবি করছে সিআইডি।
এ ছাড়া কয়েক মাস আগে ২০১৪ সালের ২ অক্টোবর ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের বর্ধমানের খাগড়াগড়ের একটি বাড়িতে বোমা তৈরির সময় বিস্ফোরণ ঘটে। এতে দুজন নিহত ও একজন আহত হন। এ ঘটনায় গ্রেপ্তার দুই নারীর কাছ থেকে বাড়িটিতে বোমা তৈরি, বিস্ফোরণের সময় কী হয়েছিল, বাড়িটিতে তাঁদের জিহাদি প্রশিক্ষণের বিষয়টি জানা যায়।
বর্ধমানে বোমা বিস্ফোরণের পাঁচ মাস পর অভিযোগপত্র চূড়ান্ত করেছে দেশটির জাতীয় গোয়েন্দা সংস্থা (এনআইএ)। এ মাসেই অভিযোগপত্র প্রকাশ করার কথা রয়েছে। দি ইকোনমিক টাইমস তাদের এক প্রতিবেদনে জানিয়েছে, প্রকাশিতব্য এ অভিযোগপত্রে জামা’আতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) সদস্যদের বাংলাদেশে হামলার পরিকল্পনা উন্মোচিত হবে। একই সঙ্গে এ অভিযোগপত্রে জঙ্গি সংগঠনটি যে ভারতের জন্য হুমকি, তা-ও প্রকাশিত হবে।