ঝালকাঠিতে বজ্রপাতে নদীতে পড়ে জেলে নিখোঁজ

ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলার বিষখালী নদীতে বৃহস্পতিবার সন্ধ্যায় মাছ ধরার সময় ইব্রাহিম সরদার নামের এক জেলে বজ্রপাতে আহত হয়ে ডুবে নিখোঁজ হয়েছেন। ছবি : এনটিভি
ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলায় মাছ ধরার সময় ইব্রাহিম সরদার নামের এক জেলে বজ্রপাতে আহত হয়ে বিষখালী নদীতে ডুবে নিখোঁজ হয়েছেন। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় তিনি নিখোঁজ হন।
ইব্রাহিম কাঁঠালিয়ার আমুয়া ইউনিয়নের সরদারপাড়ার আশরাব আলীর ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী জেলেরা জানায়, বৃহস্পতিবার সন্ধ্যায় বিষখালী নদীর ছৈলার চর এলাকায় মাছ ধরার সময় ঝড়ো হাওয়া ও বৃষ্টি শুরু হয়। এ সময় বজ্রপাতে জেলে ইব্রাহিম সর্দার আহত হয়ে নৌকা থেকে নদীতে পড়ে নিখোঁজ হন। কাঁঠালিয়া ফায়ার সার্ভিস ও বরিশালের ফায়ার সার্ভিস ইউনিটের ডুবুরিদল আজ শুক্রবার সকাল থেকে উদ্ধার তৎপরতা চালাচ্ছে। তবে এখন পর্যন্ত তাঁর কোনো সন্ধান পাওয়া যায়নি।
কাঁঠালিয়া উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ডা. শরীফ মুহম্মদ ফয়েজুল আলম জানিয়েছেন, ওই জেলেকে উদ্ধারে অভিযান চলছে।