খুলনা বিভাগে দুদিনের পরিবহন ধর্মঘট

খুলনা বিভাগের ১০ জেলায় ৪৮ ঘণ্টার পরিবহন ধর্মঘটের ডাক দিয়েছে সড়ক পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদের দক্ষিণ-পশ্চিমাঞ্চল কমিটি।
আগামীকাল রোববার ভোর ৬টা থেকে এ ধর্মঘট শুরু হবে।
আজ শনিবার দুপুরে যশোর প্রেসক্লাবে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে ধর্মঘটের ঘোষণা দেন পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদের দক্ষিণ-পশ্চিমাঞ্চল কমিটির সদস্য সচিব আবদুর রহিম বক্স দুদু। তিনি জানান, পরিবহন মালিক ও শ্রমিকদের বিরুদ্ধে দায়ের হওয়া চারটি মামলা প্রত্যাহার ও একটি মামলার সুষ্ঠু বিচারের দাবিতে এ ধর্মঘট আহ্বান করা হয়েছে।
সংবাদ সম্মেলনে মানিকগঞ্জের ঘিওর থানায় সড়ক দুর্ঘটনায় দায়ের হওয়া মামলার সুষ্ঠু ও নিরপেক্ষ বিচার দাবি করেন আবদুর রহিম বক্স দুদু। এ ছাড়া গ্রিনলাইন পরিবহনের বিরুদ্ধে সিলেটে দায়ের হওয়া মামলা দুটিও প্রত্যাহারের দাবি জানান তিনি।
আবদুর রহিম বক্স দুদু বলেন, ‘এ দাবি আদায়ের লক্ষ্যে আগামীকাল ভোর ৬টা থেকে সমগ্র খুলনা বিভাগে বাস, ট্রাক, ট্যাংকলরি, কাভার্ডভ্যানসহ ভাড়ায়চালিত পণ্যবাহী ও যাত্রীবাহী যানবাহনে ৪৮ ঘণ্টা ধর্মঘট পালন করা হবে।’
সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সভাপতি আজিজুল আলম মিন্টু, সীমান্ত পরিবহন মালিক সমিতির সভাপতি ইকরামুল হক ইকু, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সহ-সভাপতি রবিউল ইসলাম রবি প্রমুখ।