প্রধানমন্ত্রী শিখিয়েছেন হাত পাতা যাবে না : বনমন্ত্রী

পরিবেশ ও বনমন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু বলেছেন, ‘প্রধানমন্ত্রী আমাদের শিখিয়েছেন, কারো কাছে হাত পাতা ও তাঁবেদারি করা যাবে না। বর্তমান সরকারের মতো আত্মবিশ্বাস আর কখনো পাইনি।’
আজ শনিবার বিকেলে শেরপুরের নালিতাবাড়ী উপজেলার বাঘবেড় ইউনিয়নের সন্যাসীভিটায় চেল্লাখালী নদীর ওপর ‘রাবার ড্যাম’ উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন বনমন্ত্রী। সভায় প্রধান বক্তা ছিলেন কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী।
বনমন্ত্রী আরো বলেন, বাংলাদেশের বাজেট এখন এক লাখ হাজার কোটি টাকা ছাড়িয়েছে। কদিন আগেও যেখানে বাংলাদেশে বাজেট হতো ৩০-৪০ হাজার কোটি টাকার মতো। এর আগে এত টাকার বাজেট আর কোনো সরকারই করতে পারেনি।
সভায় কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী বলেন, ‘আমরা ভুট্টা উৎপাদনে এশিয়ার শীর্ষস্থানে অবস্থান করছি। দেশও খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। দেশের উন্নতির জন্য শেখ হাসিনার সরকারের বিকল্প নেই।’
সভায় সভাপতিত্ব করেন কৃষি মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ মঈন উদ্দীন আবদুল্লাহ। অনুষ্ঠানে প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তা ও আওয়ামী লীগ নেতারা উপস্থিত ছিলেন।