দুর্বৃত্তের গুলিতে গ্রামীণফোনের বিক্রয়কর্মী নিহত

জামালপুরে দুর্বৃত্তের গুলিতে গ্রামীণফোনের এক বিক্রয়কর্মী নিহত হয়েছেন। আজ রোববার সকাল সাড়ে ১০টার দিকে হাসিল বটতলা এলাকায় এ ঘটনা ঘটে।
জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) রফিকুল ইসলাম জানান, গ্রামীণফোন জামালপুর অঞ্চলের আরিফ মিয়া, শাহাদাৎ ও জাকির নামে তিনজন বিক্রয় প্রতিনিধি জামালপুর থেকে মোটরসাইকেলে করে সরিষাবাড়ীর উদ্দেশে যাচ্ছিলেন। হাসিল বটতলা এলাকায় দুর্বৃত্তরা তাঁদের গতি রোধ করে। তারা আরিফ মিয়ার বুকে পিস্তল ঠেকিয়ে গুলি করে তাঁদের মোবাইল ফোন, সিম ও স্ক্র্যাচকাডসহ একটি ব্যাগ ছিনিয়ে নেয়।
পরে আশঙ্কাজনক অবস্থায় আরিফকে জামালপুর জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন।
দুর্বৃত্তদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানান রফিকুল ইসলাম।