বিদ্রোহী প্রার্থী হওয়ায় কেশবপুরে ১৫ আ. লীগ নেতা বহিষ্কার

যশোরের কেশবপুর উপজেলার বিভিন্ন ইউনিয়নে দলীয় সিদ্ধান্ত অমান্য করে যে ১১ আওয়ামী লীগ নেতা চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছেন তাদের দল থেকে বহিষ্কার করা হয়েছে।
আজ রোববার জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক এস এম মাহমুদ হাসান বিপু স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আওয়ামী লীগের গঠনতন্ত্র অনুযায়ী সভাপতি শেখ হাসিনা দলীয় প্রার্থীদের মনোনয়নের সিদ্ধান্ত গ্রহণের সর্বময় ক্ষমতার অধিকারী। সভাপতির সিদ্ধান্ত অমান্য করে যারা প্রার্থী হয়েছেন তাদের দলীয় পদসহ প্রাথমিক সদস্য পদও বাতিল করা হলো। আওয়ামী লীগের এসব বহিষ্কৃত নেতারা হলেন ত্রিমোহিনী ইউনিয়নে লতিফুল কবির মনি, সাগরদাঁড়ি ইউনিয়নে শাহাদত হোসেন, মজিদপুর ইউনিয়নে শহিদুল ইসলাম, বিদ্যানন্দকাটি ইউনিয়নে আমজাদ হোসেন, মঙ্গলকোট ইউনিয়নে মনোয়ার হোসেন, কেশবপুর সদর ইউনিয়নে আফছারউদ্দিন গাজী, পাঁজিয়া ইউনিয়নে ইয়ার মাহমুদ, সুফলাকাটি ইউনিয়নে মহব্বত হোসেন, গৌরীঘোনা ইউনিয়নে এস এম সিদ্দিকুর রহমান, সাতবাড়িয়া ইউনিয়নে মশিয়ার দফাদার এবং হাসানপুর ইউনিয়নে আলতাফ হোসেন।
বিজ্ঞপ্তিতে প্রত্যেক ইউনিয়নে নৌকা প্রতীকের প্রার্থীদের বিজয়ী করতে সব স্তরের নেতা-কর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়েছে।