ঝালকাঠিতে গাঁজা বিক্রির দায়ে এক বছর সাজা

গাঁজা বিক্রির দায়ে ঝালকাঠির নলছিটি উপজেলায় আটক রাজ্জাক সরদার (মধ্যে)। ছবি : এনটিভি
গাঁজা বিক্রির দায়ে ঝালকাঠির নলছিটি উপজেলায় রাজ্জাক সরদার নামের এক ব্যক্তিকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। আজ রোববার সকালে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সহকারী কমিশনার (ভূমি) মাসুমা আকতার এ দণ্ডাদেশ দেন।
নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম সুলতান মাহমুদ জানান, উপজেলার ডহরা গ্রামে দীর্ঘ দিনধরে গাঁজা বিক্রি করে আসছিল স্থানীয় রাজ্জাক সরদার। গোপন সংবাদের ভিত্তিতে আজ সকালে পুলিশ ওই গ্রামে অভিযান চালিয়ে রাজ্জাককে আটক করে। এ সময় তাঁর দেহ তল্লাশি করে পুলিশ ২০ গ্রাম গাঁজা পায়। পরে তাঁকে ভ্রাম্যমাণ আদালতের কাছে সোপর্দ করা হয়।