খাদ্য পরিদর্শকরা দায়িত্ব নিয়ে কাজ করেন না : স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, ‘ভেজালের বিরুদ্ধে লড়াই চলছে। অথচ এ আইন যাঁরা প্রয়োগ করবেন তাঁদের মধ্যে সমন্বয় নেই। মাঠপর্যায়ে খাদ্য ও স্যানিটেশন পরিদর্শকরা দায়িত্ব নিয়ে কোনো কাজ করেন না।
আজ রোববার রাজধানীর মহাখালীর রাওয়া কনভেনশন সেন্টারে অষ্টম আন্তর্জাতিক ওয়ান হেলথ সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ নাসিম এ কথা বলেন। সংক্রমিত রোগ প্রতিরোধে সংশ্লিষ্ট বিভাগগুলো সমন্বিতভাবে কীভাবে কাজ করবে তা নির্ধারণে তিনদিনব্যাপী এ সম্মেলনের আয়োজন করা হয়েছে।
মোহাম্মদ নাসিম বলেন, ‘ভেজালের বিরুদ্ধে বাংলাদেশের মতো এমন শক্ত আইন পৃথিবীর কোথাও নেই। কিন্তু সমন্বয়ের অভাবে তা প্রয়োগ করা যাচ্ছে না।’
দায়িত্বে অবহেলাকারী কর্মকর্তাদের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘ঊর্ধ্বতন কর্মকর্তাদের অধীনস্থদের কাজের খোঁজখবর রাখতে হবে। যাঁরা কাজের সমন্বয় করতে পারবেন, না তাঁদের বাদ দেওয়া হবে।’
স্বাস্থ্যমন্ত্রী আরো বলেন, ‘রোগ নিয়ন্ত্রণ, গবেষণা এবং দক্ষতা বাড়ানোর জন্য বহুপক্ষীয় সহযোগিতা প্রয়োজন। এর ফলে এদেশে ও প্রতিবেশী দেশসমূহে এবং সারা বিশ্বে প্রাণীবাহিত রোগসমূহের প্রতিরোধ এবং নিয়ন্ত্রণ নিশ্চিত হবে।’
স্বাস্থ্যসচিব সৈয়দ মনজুরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব সেলিনা আফরোজা, বন ও পরিবেশ মন্ত্রণালয়ের সচিব কামাল উদ্দিন আহমেদ, স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক মো. শাহনেওয়াজ, সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পরিচালক মাহমুদুর রহমান, বিশ্ব স্বাস্থ্য সংস্থার বাংলাদেশ প্রতিনিধি এন পারানিথারান প্রমুখ।