ঝালকাঠিতে পৌর কর্মীদের মানববন্ধন, স্মারকলিপি

পৌর কর্মকর্তা-কর্মচারীদের শতভাগ বেতন-ভাতাসহ সব সরকারি সুযোগ-সুবিধা রাষ্ট্রীয় কোষাগার থেকে দেওয়ার দাবিতে ঝালকাঠিতে মানববন্ধন করেছেন পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা।
আজ সোমবার সকাল ১০টায় স্থানীয় প্রেসক্লাবের সামনে ঘণ্টাব্যাপী মানববন্ধন শুরু হয়। মানববন্ধন চলাকালে বক্তব্য দেন ঝালকাঠি পৌরসভা কর্মকর্তা-কর্মচারী অ্যাসোসিয়েশনের সভাপতি মো. আবু হানিফ, পৌরসভার হিসাবরক্ষণ কর্মকর্তা মনিরুদ্দুজা হারুন, উপসহকারী প্রকৌশলী মহসিন রেজা ও ফয়সাল ইসলাম।
এ সময় বক্তারা বলেন, রাষ্ট্রীয় কোষাগার থেকে বেতনভাতা না পাওয়ায় ঝালকাঠিসহ দেশের সব পৌরসভায় কর্মকর্তা-কর্মচারীদের বেতনভাতা বকেয়া থাকছে। মাসের পর মাস বেতনভাতা বকেয়া থাকায় কর্মকর্তা-কর্মচারীরা মানবেতর জীবনযাপন করছেন। পৌরসভার রাজস্ব খাত থেকে যা আয় হয়, তা দিয়ে কর্মকর্তা-কর্মচারীদের বেতনভাতা দিলে উন্নয়ন পিছিয়ে পড়ে, তাই রাষ্ট্রীয় কোষাগার থেকে বেতনভাতাসহ সরকারি সব সুযোগ সুবিধা দেওয়ার দাবি জানিয়েছেন পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা। সরকার এ দাবি না মানলে কঠোর কর্মসূচির ঘোষণার হুঁশিয়ারি দেন তারা।
পরে পৌর কর্মকর্তা-কর্মচারী অ্যাসোসিয়েশন ঝালকাঠি প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে তাদের দাবিগুলো তুলে ধরে। এ ছাড়া বেলা ১১টায় ঝালকাঠির জেলা প্রশাসকের মাধ্যমে তাঁরা প্রধানমন্ত্রী বরাবর দাবি আদায়ের লক্ষ্যে স্মারকলিপি প্রদান করেন।