অভয়নগরে অস্ত্র মামলায় ইউপি চেয়ারম্যান কারাগারে

যশোরের অভয়নগর উপজেলার সুন্দলী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান পরিতোষ কুমার মণ্ডলকে কারাগারে পাঠিয়েছেন আদালত। একটি অস্ত্র মামলায় তিনি আজ সোমবার যশোর আদালতে হাজিরা দিতে গেলে জেলা ও দায়রা জজ ইসমাইল হোসেন তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
আদালত-সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ২০১৪ সালের ২৩ নভেম্বর অভয়নগর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মুক্তিযোদ্ধা ওলিয়ার রহমান খুন হন। এ ঘটনায় দায়ের হওয়া অস্ত্র মামলায় অভিযোগভুক্ত আসামি পরিতোষ কুমার মণ্ডল। এ মামলায় তিনি উচ্চ আদালত থেকে অন্তর্বর্তীকালীন জামিন নেন। এই জামিনের সময়সীমা বৃদ্ধি করা হয়েছে কি না, সে সংক্রান্ত কোনো কাগজপত্র আজ আদালতে দেখাতে ব্যর্থ হওয়ায় আদালত তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
সুন্দলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পরিতোষ কুমার এবারও ওই ইউনিয়নে চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন। আগামী ২৮ মে এ ইউনিয়নের নির্বাচন অনুষ্ঠিত হবে।