বরিশাল মেডিকেলে ত্রিমুখী সংঘর্ষ

বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ইন্টার্ন চিকিৎসক, রোগীর দর্শনার্থী ও পুলিশের ত্রিমুখী সংঘর্ষে ১০ জন আহত হয়েছে। আজ মঙ্গলবার রাত সোয়া ১০টার দিকে এই ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, হাসপাতালের পঞ্চম তলায় সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন এক রোগীর দর্শনার্থীদের সঙ্গে ইন্টার্ন চিকিৎসদের প্রথমে কথা কাটাকাটি থেকে সংঘর্ষের সূচনা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে ইন্টার্ন চিকিৎসকরা পুলিশের ওপর চড়াও হন। এ সময় ত্রিমুখী সংঘর্ষে পুলিশের তিন সদস্যসহ ১০ জন আহত হয়।
এদিকে তাৎক্ষণিক ব্যবস্থা না নিলে ধর্মঘটে যাওয়ার হুমকি দেন ইন্টার্ন চিকিৎসকরা। এর কিছুক্ষণ পরই কোতোয়ালি মডেল থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মহিউদ্দিনকে সাময়িক বরখাস্তের ঘোষণা দেওয়া হয় পুলিশের পক্ষ থেকে।
বিষয়টি নিশ্চিত করে কোতোয়ালি মডেল থানার সহকারী কমিশনার আজাদ রহমান জানিয়েছেন, পরিস্থিতি বর্তমানে শান্ত রয়েছে। পৃথক দুটি তদন্ত কমিটি গঠিত হবে। ওই প্রতিবেদনের ভিত্তিতে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।